ব্যুরো নিউজ, ২১ ফেব্রুয়ারি: আগামী ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মোট ৫৫০ টি অমৃত ভারত স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন। জানা গিয়েছে, সেই স্টেশনগুলিতে থাকবে উন্নত ব্যবস্থা।
সন্দেশখালি মামলায় ইডি সিবিআইকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের
ভারতীয় রেলকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পরিকল্পনা সূত্রেই তাঁর এই উদ্যোগ বলে খবর। সম্পূর্ণ কাজে খরচ হবে প্রায় ৪০ হাজার কোটি টাকা। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে তৈরি করা হবে প্রায় ১৫০০ টি ওভারব্রিজ ও আন্ডারব্রিজ।
জানা গিয়েছে, নতুন ওই ব্রিজগুলি ভারতীয় রেলের বিভিন্ন স্টেশনকে পরস্পরের সাথে যুক্ত করবে। তবে, নরেন্দ্র মোদী ভার্চুয়ালি ওই সমস্ত স্টেশন ও ব্রিজের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে।
শুধু তাই নয়। সেদিন দেশজুড়ে প্রায় ৫০ হাজার স্কুল পড়ুয়াকে নিয়ে বিকশিত ভারতীয় রেল সম্পর্কে বক্তব্য, প্রবন্ধ ও কবিতা পাঠ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে জয়ীদের পুরষ্কারও প্রদান করা হবে।