৩৫ টাকা কিলো পেঁয়াজ

ব্যুরো নিউজ,১৪ নভেম্বর:পেঁয়াজের জন্য অন্তত বাঙালির চোখে জল আসছে না কারণ এত কম পেঁয়াজ কেনার জন্যই চোখের জল অন্তত পেঁয়াজের জন্য পড়ছে না। কলকাতার বাজারসহ শহরতলীতে পেঁয়াজ বিকচ্ছে আশি থেকে নব্বই টাকা প্রতি কেজি হিসেবে। এ অবস্থায় হাসফাঁস বঙ্গবাসীকে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগ নিল কেন্দ্রীয় ক্রেতা বিষয়ক মন্ত্রকের সচিব নিধি খারে। তিনি জানান পেঁয়াজের মূল্য বৃদ্ধি ঠেকাতে তারা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন। ইতিমধ্যে ভারতে গত অক্টোবরে হানাজের খুচরো দাম প্রায় ৪৩ শতাংশ বেড়েছিল।

বাঁ হাতি শচীন পুত্রের ৫ উইকেট

পেঁয়াজ মাঠেই বিপুল নষ্ট


একসময় পেঁয়াজের দাম ৮০ টাকা ছুই ছুই হলেও তখন কেন্দ্রের বাজপেয়ী সরকারের তেমন হেলদোল দেখা যায়নি। রাজ্যের বিরোধী দলনেত্রী সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় পেঁয়াজ নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলেন । এরই জেরে তখন নেমেছিল পেঁয়াজের দাম। কিন্তু এবার পেঁয়াজের দাম শুধু বেড়েই চলেছে উত্তরপ্রদেশ বিহার তেলেঙ্গানা কর্নাটক রাজস্থান মধ্যপ্রদেশে পেঁয়াজের দাম অনেকটাই কম। আর সেই দাম যাতে বাংলায় হয় তার জন্য ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই কান্দা এক্সপ্রেস নামে একটি ট্রেনে দিল্লিতে দুবার পেঁয়াজ পাঠানো হয়েছে। দক্ষিণের চেন্নাই এবং উত্তর-পূর্বে গুয়াহাটিতেও পেঁয়াজ পাঠানো হয়েছে। সেখানে পেঁয়াজের দাম ৩৫ টাকা প্রতি কেজি এবার সেই ভাবে বাংলায় পেঁয়াজ পাঠানো হবে। তবে দ্রুত এই ব্যবস্থা না করলে পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়ে যেতে পারে ।

আবাস যোজনার টাকা নিয়ে বিভ্রান্তিঃ পুরুলিয়ায় নতুন কেলেঙ্কারি
চাষী এবং ব্যবসায়ীরা জানাচ্ছেন বৃষ্টির জন্য গতবার পেঁয়াজ মাঠেই বিপুল নষ্ট হয়েছে।তার জন্য মূল্যবৃদ্ধি। কিন্তু এবার আনা যে দাম কমতে পারে। সেই সঙ্গে পেঁয়াজের জন্য অন্তত বাঙালির চোখে যাতে জল আসে সেই জন্যই বিশেষ উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর