
পাকিস্তানের হামলার পর জৈসলমেরের গ্রামে ‘বোমা’-এর আতঙ্ক
ব্যুরো নিউজ, ৯ মেঃ রাজস্থানের জৈসলমের জেলার একটি গ্রামে শুক্রবার সকালে এক রহস্যজনক বস্তু দেখা যায়, যা বোমার মতো দেখতে হওয়ায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা প্রথমে এই বস্তুটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে খবর দেন। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পর পুরো এলাকা খালি করে দেওয়া হয়। তবে, এখনও পর্যন্ত এই বস্তুটি আদৌ বোমা কি না, সেটি নিশ্চিত






























