
অ্যাম্বুলেন্সে জন্ম নিল ১৭তম সন্তান! কিন্তু তারপর যা ঘটল, তা অবিশ্বাস্য…
ব্যুরো নিউজ,৩১ মার্চ : অবিশ্বাস্য হলেও সত্যি! উত্তরপ্রদেশের হাপুর জেলার এক ৫০ বছর বয়সী মহিলা তাঁর ১৭তম সন্তানের জন্ম দিলেন ১০৮ নম্বর সরকারি অ্যাম্বুলেন্সের ভিতরে! চিকিৎসকরা জানিয়েছেন, মা এবং নবজাতক দুজনেই সুস্থ আছেন। কৌতুহলী চিতাবাঘ হঠাৎ করে সাফারি গাড়ির বনেটে লাফিয়ে উঠে পর্যটকদের মুখোমুখি, তারপর যা ঘটলো.. অ্যাম্বুলেন্সেই হল সন্তানের জন্ম, জানা গেছে, হাপুর জেলার পিলখুয়া এলাকার মহল্লা বজরংপুরীর বাসিন্দা