girl with stomach pain
ব্যুরো নিউজ,৩১ মার্চ : হাসপাতালের করিডোরে বসে কাঁপা কাঁপা গলায় যন্ত্রণার কথা বলছিলেন এক মহিলা। সন্ধ্যার আবছা আলোয় তাঁর চোখেমুখে অসহ্য কষ্টের ছাপ স্পষ্ট ছিল। চিকিৎসকের ঘরে ঢুকে বললেন, “স্যার! পেটটা ভীষণ ব্যথা করছে…” প্রথমে সাধারণ কিছু পরীক্ষা, তারপর একের পর এক স্ক্যান করা হয়। কিন্তু এক্স-রে রিপোর্ট হাতে পেয়েই চমকে ওঠেন চিকিৎসক! রোগীর চোখে উদ্বেগ, পরিবারের সদস্যদের নিঃশব্দ উৎকণ্ঠা— চিকিৎসকের কপালে গভীর ভাঁজ! রিপোর্টে দেখা গেল এমন এক সত্য, যা কেউ বিশ্বাসই করতে পারছিলেন না!

১৭ বছর আগের ভুলে জীবন সংকটে, উত্তরপ্রদেশের লখনউ শহরের বাসিন্দা সন্ধ্যা পাণ্ডে ১৭ বছর ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন। ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি ‘She Medical Care’ নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি সন্তানের জন্ম দেন। অস্ত্রোপচারের পর প্রথমদিকে সব স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে পেটের ব্যথা তাঁর নিত্যসঙ্গী হয়ে ওঠে।প্রথমে সাধারণ ওষুধ খেয়ে ব্যথা কমানোর চেষ্টা করা হয়। কিন্তু সময়ের সঙ্গে ব্যথা আরও বেড়ে যায়। বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়ে এক্স-রে করানোর সিদ্ধান্ত নেন সন্ধ্যা। আর তখনই সামনে আসে এক অবিশ্বাস্য সত্য— তাঁর পেটে রয়েছে একটি কাঁচি!এই রিপোর্ট দেখেই আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। কীভাবে ১৭ বছর ধরে তাঁর পেটে কাঁচি রয়ে গেল? অস্ত্রোপচারের সময়ই কি চিকিৎসকের গাফিলতির কারণে এই বিপত্তি ঘটেছিল?

আগামী পহেলা এপ্রিল থেকে বন্ধ হয়ে যেতে পারে ইউপিআই নম্বর! দ্রুত জেনে নিন কিভাবে বাঁচাবেন

অবশেষে অস্ত্রোপচারের মাধ্যমে কাঁচি অপসারণ

পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (KGMU) সন্ধ্যার অস্ত্রোপচার করা হয়। ২৬ মার্চ সফলভাবে তাঁর পেট থেকে কাঁচিটি বের করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, দীর্ঘ ১৭ বছর ধরে পেটে ধাতব বস্তু থাকার ফলে মারাত্মক সংক্রমণের ঝুঁকি ছিল। সৌভাগ্যবশত, জটিল অস্ত্রোপচারের পর রোগী এখন সুস্থ হয়ে উঠছেন।সন্ধ্যার স্বামী অরবিন্দ কুমার পাণ্ডে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি গাজিপুর থানায় ‘She Medical Care’ হাসপাতালের চিকিৎসক ডাঃ পুষ্পা জয়সওয়ালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করেছেন।অরবিন্দ পাণ্ডে বর্তমানে লখনউতে সমবায় সমিতি ও পঞ্চায়েত নিরীক্ষার উপ-পরিচালক হিসেবে কর্মরত। তাঁর স্ত্রী সন্ধ্যা বারাবাঁকি জেলার একটি স্কুলের শিক্ষিকা।

এমন চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসতেই লখনউ জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এই ঘটনা আবারও চিকিৎসা ব্যবস্থার গাফিলতির দিকটি সামনে নিয়ে এসেছে। অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের সামান্য অসতর্কতাই রোগীর জীবনকে চরম সংকটে ফেলে দিতে পারে, তার আরও এক প্রমাণ হয়ে রইল এই ঘটনা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর