
পাড়া মহল্লা থেকে ছোট বলি আবর্জনা স্তুপে পরিণত হয়েছে ভাগাড়ে । দুর্গন্ধে বাসিন্দাদের জীবন ও স্বাগত। এখনো ফেরেনি প্রশাসনের হুস
ব্যুরো নিউজ, ২৯ মার্চ : হাওড়ার রাস্তাঘাটে আবর্জনার স্তূপ বেড়েই চলেছে। ওলিগলি থেকে প্রধান সড়ক—সব জায়গাতেই জমে উঠছে জঞ্জালের পাহাড়। দুর্গন্ধে এলাকার বাসিন্দারা নাজেহাল। যদিও শহরের বর্জ্য ফেলার জন্য কলকাতার ধাপা ভাগাড় নির্ধারিত হয়েছে, তবুও সমস্যার সমাধান হয়নি। বেলগাছিয়া ভাগাড়ে ধস নামার পর থেকেই শহরের বিভিন্ন জায়গায় আবর্জনা জমতে শুরু করেছে, যা এখনও পরিষ্কার করা সম্ভব হয়নি। http://দিল্লি ক্রাইম ব্রাঞ্চ