
হাথরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু, সুপ্রিম কোর্টে মামলা, ভক্তের জন্য কী ব্যবস্থা? উঠছে প্রশ্ন
ব্যুরো নিউজ, ৩ জুলাই: ২ জুলাই বিকেলে উত্তর প্রদেশের হাথরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই প্রায় ২.৫ লক্ষ ভক্তের সমাগম হয়েছিল। আর সৎসঙ্গ মিটতেই ঘটে বিপত্তি! সৎসঙ্গ শেষে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১২২ জনের। ঘটনায় সৎসঙ্গের আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ধর্মগুরু ‘সাকার বিশ্ব হরি ভোলে বাবা’কে খুঁজছে পুলিশ। গত কাল বিকেলে ঘটে এই দুর্ঘটনা, রাত পেড়িয়ে
 
				




 
								 
								 
								









 
								
 
								 
								







