
গরমে ঘামের দুর্গন্ধতে জেরবার পরিস্থিতি?
ব্যুরো নিউজ, ২৯ জুন : গরমে অনেকের শরীরে ঘাম হয়। আর এই ঘাম থেকে হয় দুর্গন্ধ। শুধু দুর্গন্ধ নয়, এ সময় শরীরে ঘাম জমে ছত্রাক জাতীয় সংক্রমণও দেখা যায়। শরীরের বিভিন্ন ভাঁজে; বিশেষ করে কুঁচকি, আঙুলের ফাঁক ও যৌনাঙ্গে এ সংক্রমণ বেশি হয়। এ ছাড়া ঘামাচিও হতে পারে। দেখে নেওয়া যাক কীভাবে এই সমস্যা থেকে মুক্তি মিলবে। বিচারকরা মানুষের সেবক