5 Army Dead

ব্যুরো নিউজ, ২৯ জুন : নদী পার করতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্কার ভেসে বিপত্তি। মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জওয়ানের। বাকিদের উদ্ধারের কাজ চলছে। শুক্রবার রাতে লেহ-র দৌলতবেগ ওল্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছেই সামরিক মহড়ার কারণে নদীতে নামানো হয়েছিল ট্যাঙ্কার। হঠাৎ নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভেসে যায় ট্যাঙ্কারটি।

সিবিআই-এর তল্লাশিতে বিকাশ ভবন থেকে উদ্ধার একাধিক নথি, কি আছে সেই নথিতে?

নদী পার করতে গিয়েই বিপত্তি

BJP Helpline

সেনা সূত্রে খবর, জওয়ানদের প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ হড়পা বান আসায় এই দুর্ঘটনা ঘটে। সেখানে উপস্থিত ছিলেন জুনিয়র কমিশনড অফিসার। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেন, ‘লাদাখে একটি নদী পার হওয়ার সময় এক দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় আমাদের পাঁচ সাহসী ভারতীয় জওয়ান প্রাণ হারানোয় গভীরভাবে দুঃখিত। জাতির প্রতি আমাদের বীর সেনাদের দৃষ্টান্তমূলক সেবা আমরা কখনওই ভুলব না। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই দুঃসময়ে দেশ তাদের পাশে রয়েছে।’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর