ব্যুরো নিউজ, ২৯ জুন : শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে কিছুতেই কাটছে না জট! ক্রমশ জটিল হচ্ছে রাজ্য রাজ্যপাল সংঘাত। উপ নির্বাচনে জয়ী দুই বিধায়ককে রাজভবনে এসে শপথ নিতে হবে বলেই জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ। কিন্তু বিধানসভার স্পিকার এই বিষয়টি মানতে রাজি নন। যদিও রাজ্যপাল নিজের অবস্থানেই অনড়। তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে রাজভবনে গিয়ে শপথ নিতে হবে। যদিও দুই বিধায়কের দাবি রাজ্যপাল বিধানসভা এসে তাদের শপথ বাক্য পাঠ করান। ফলে কোনভাবেই শপথ জট কাটছে না।অন্যদিকে এরই মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক।
সিবিআই-এর তল্লাশিতে বিকাশ ভবন থেকে উদ্ধার একাধিক নথি, কি আছে সেই নথিতে?
ক্রমশই জটিল হচ্ছে রাজ্য-রাজ্যপাল সংঘাত
‘রাজভবনের যা কীর্তিকলাপ, মেয়েরা ওখানে যেতে ভয় পাচ্ছে, আমাকে বলেছে।’ এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ সাংবিধানিক প্রধান। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করতে চান বলে জানিয়েছেন রাজ্যপাল। শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় আইন মন্ত্রীর সঙ্গে দেখা করার পর এই সিদ্ধান্তের কথা জানান তিনি। শাসক দলের বিরুদ্ধে তিনি মামলা করবেন বলে জানা গিয়েছে। এখন দেখার নবনির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণকে কেন্দ্র করে যে জটিলতা দেখা দিয়েছে তার জল কোথা থেকে কত দূর গড়ায়।