পর্যটকদের জন্য সুখবর! খুলছে কাশ্মীরের টিউলিপ গার্ডেন
ব্যুরো নিউজ, ২২ মার্চ: ভূস্বর্গ কাশ্মীর। আর এই ভূস্বর্গই মানুষের কাছে বিশেষ আকর্ষণ। প্রতি বছরই বহু মানুষ আসেন কাশ্মীর ঘুরতে। পেহেলগাঁও, ডাল লেকের মত কাশ্মীরের অন্য আকর্ষণ টিউলিপ গার্ডেন। বেআইনি নির্মাণ আটকাতে পদক্ষেপ লালাবাজারের এই টিউলিপ গার্ডেনের নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। জম্মু ও কাশ্মিরের শ্রীনগরেই রয়েছে এই টিউলিপ গার্ডেন। র্বে এটি সিরাজ বাগ নামে পরিচিত ছিল। এটি এশিয়ার