দুই সন্তান ‘যথেষ্ট’, তিন সন্তান হলেই ‘বিপত্তি’ | কী জানালো সুপ্রিম কোর্ট?
ব্যুরো নিউজ, ১ মার্চ: ফের সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন? তবে সাবধান। তিন সন্তান হলেই মিলবে না আর সরকারি চাকরি। এমনটাই জানাল দেশের শীর্ষ আদালত। বিধানসভার বাইরে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান বিতর্কে উত্তাল বিধানসভা চত্বর রাজস্থানে দুই সন্তানের নিয়ম চালু থাকলেও মামলাকারী রামজি লাল জাট জানান তিনি ২০১৭ সালে ভারতীয় সেনা থেকে অবসর নিয়ে, ২০১৮ সালে রাজস্থান পুলিশে কন্সটেবল পদে আবেদন জানান।