ইভিএম নিউজ, জলপাইগুড়ি ১৬ মার্চঃ আলুর বন্ড নিয়ে যখন উত্তাল পরিস্থিতি চলছে জলপাইগুড়ির বিভিন্ন হিমঘরে, ঠিক সেই সময় প্রভিডেন্ট ফান্ড সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনে নেমে কাজ বন্ধ করে দিলেন শ্রমিকরা।
এমন পরিস্থিতিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘুঘুডাঙ্গা এলাকায়। ঘুঘুডাঙার টেপড়ামণিতে জনতা হিমঘরের তৃণমূল প্রভাবিত শ্রমিকরা নিজেদের দাবি নিয়ে জোরদার আন্দোলন শুরু করেছেন। বুধবার হিমঘরের গেটের সামনে বিক্ষোভ আন্দোলনে সামিল হন ১০৭ জন শ্রমিক।
একদিকে যখন আলুর বন্ডের দাবিতে কৃষকদের বিক্ষোভ চলছে তখন তৃণমুল প্রভাবিত আইএনটিটিইউসি-র নেতাদের উপস্থিতিতে হিমঘর কর্মীরা দুদিন ধরে আন্দোলন করছেন। পিএফ এর দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
হিমঘরের শ্রমিক হরিপদ রায় বলেন, গত দশ বছরের বেশি সময় ধরে কাজ করছেন তারা। অথচ তাদের প্রভিডেন্ট ফান্ড থেকে বঞ্চিত রাখা হয়েছে। অন্যদিকে জনতা হিমঘরের কর্মকর্তা নির্মল সূত্রধর বলেন, সবার কাছে আবেদন কাজ সুষ্ঠুভাবে শুরু করুক।
এরই পাশাপাশি এদিন এলাকারই বেশ কিছু কৃষক আলুর বন্ডের কালোবাজারির অভিযোগ তুলে হিমঘরের গেটের সামনে বিক্ষোভ দেখান।