লোকালয়ে অজগর উদ্ধার
ইভিএম নিউজ ব্যুরো, ১০ অগাস্টঃ (Latest News) জলপাইগুড়ি মুন্ডা বস্তি গৃহস্থ বাড়ির ঘরের পাশে জালে আটকা পড়ে একটি সাড়ে সাত ফুটের অজগর।দেখেই হইচই পড়ে যায় এলাকায়। উৎসুক জনতার ভিড় জমে যায়।খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী সংস্থা গ্রীন জলপাইগুড়ি কে। গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাসের নেতৃত্বে উদ্ধারকারী টিম মুন্ডা বস্তি পৌঁছে অজগর সাপটিকে উদ্ধার করেন। গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার