ইভিএম নিউজ ব্যুরো, ২২ জুলাইঃ (Latest News) শিলিগুড়ির মানুষ বহুদিন জল কষ্টে ভুগছেন। তবে অভিযোগ জানাবার জন্য আধিকারিকেরা কেউ নেই, এই অভিযোগ এনে ডেপুটেশন জমা দেন দার্জিলিং জেলা সিপিআইএম।

শিলিগুড়ি শহরে বেশ কিছুদিন ধরে পানীয় জলের কষ্টে ভুগছেন সাধারণ মানুষ। এই সমস‍্যা সমাধানের জন‍্য দার্জিলিং জেলা সিপিআইএম-এর ডাকে গণ ডেপুটেশনে সামিল হন কর্মী সর্মথকেরা। এই কর্মসূচিতে হিলকার্ট রোডের অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে শুরু হয় ওইদিনের মিছিল। শেষ হয় পুরনিগম পর্যন্ত সিপিআইএম -এর এই কর্মসূচিকে কেন্দ্র করে সম্পূর্ণ পুরনিগম নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়।

আন্দোলনকারীরা  পুলিশের বাধা পেয়ে উত্তেজিত হয়ে যান। উত্তেজিত সিপিআইএম এর কর্মীরা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পরেন। স্মারকলিপি দিতে এসে পুলিশের বাধা পেয়ে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য্য রাস্তায় বসে পড়তেও দেখা যায়।

এই প্রসঙ্গে অশোকবাবু জানান, শহরের মানুষ জল কষ্টে ভুগছেন সেই দিকে কোনও নজর না দিয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি পুরনিগমের সকল কাউন্সিলর সহ মেয়র পারিষদ ও মেয়র, ডেপুটি মেয়র কেউ নেই অফিসে। তিনি বলেন, মেয়র থাকাকালীন একদিন জল পরিষেবা ব‍্যাহত হয়েছিল দেখে, তাদের কতটা হেনস্থার সন্মুখীন হতে হয়েছিল। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর