ব্যুরো নিউজ, ৪ নভেম্বর: বিমানবন্দর থেকে সোজা ইডেনে দ্রাবিড়
বিমানবন্দর থেকে সোজা ইডেনে পিচ দেখতে পৌঁছালেন ভারতীও দলের কোচ রাহুল দ্রাবিড়। তবে সোজা মাঠে ঢুঁকেই তিনি পিচ দেখে সন্তোষ প্রকাশ করেছেন। রবিবার ইডেন গার্ডেনে রয়েছে বিশ্বকাপ ক্রিকেটের ভারত বনাম দঃ আফ্রিকা ম্যাচ।
ক্রিকেটের টিকিট নিয়ে চলছে কালোবাজারি
লিগ তালিকার শীর্ষে রয়েছে ভারত। আর ঠিক তার নিচে দ্বিতীয় স্থানে দঃ আফ্রিকা। কিন্তু এই পর্যন্ত চলতি বিশ্বকাপে অপরাজেয় ভারত। আর একটি ম্যাচ হেরে দ্বিতীয় স্থানে থাকলেও ব্যাটিং বোলিং এ দুর্ধর্ষ পারফরমেন্স রেখে কাপ জেতার দাবিদার দঃ আফ্রিকাও। ফলে হাড্ডাহাড্ডি এই ম্যাচে কে জিতবে তা নিয়ে তর্ক বাজারে কম নেই। ভারতের ব্যাটিং এর হাল ধরছেন অনেকেই।
বিরাট কোহলি, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, শুভমন গিল থেকে বোলাররাও রান পাচ্ছেন ব্যাটে। আর বুমরাহ ও সামির আগুনে বোলিং এর সামনে এ পর্যন্ত দাঁত ফোটাতে পারেনি কোন দল। সেই সঙ্গে স্পিনার রবিন্দ্র জাডেজা ও কুলদিপ যাদব বিপক্ষের দুর্গ বার বার ভেঙ্গে চুরমার করে দিয়েছে। তাই ভারতবাসীর প্রত্যাশা অনেক। ইভিএম নিউজ