ব্যুরো নিউজ, ৮ অক্টোবর: ‘পাপ কোনও দিনও বাপকেও ছাড়েনা’ কটাক্ষ নওশাদের
ফিরহাদ হাকিম ও মদন মিত্রর বাড়িতে CBI তল্লাশি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভাঙরের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী।
সাতসকালেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে হানা দেয় সিবিআই। ইতিমধ্যেই যা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর শোরগোল। শুধু ফিরহাদ নয় একই সঙ্গে কামারহাটির বিধায়ক মদন মিত্রর ভবানীপুরের ও দক্ষিনেশ্বরের বাড়িতেও অভিযান চালায় সিবিআই। এমনকি হালিশহর ও কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও হানা দেয় সিবিআই। যা নিয়ে তুঙ্গে উথেছে রাজনৈতিক চাপানউতোর।
এশিয়ান গেমসে রেকর্ড | চতুর্থ স্থানে ভারত
ইতিমধ্যেই এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন ভাঙরের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। প্রেস কনফারেন্স করে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের প্রসঙ্গ তুলে ফিরহাদকে কটাক্ষ করতে ছাড়লেন না নওশাদ। এদিন তিনি বলেন, “তিনি যখন জেলে ছিলেন ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠক করে তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, যে নওশাদ হাওয়ালার মতন অবৈধ কাজে ও দুর্নীতির সঙ্গে যুক্ত। কিন্তু তিনি ছাড়া পাওয়ার পর বাংলার মানুষ বুঝতে পেরেছেন, যে সেই সব অভিযোগ ভিত্তি হিন। এখন ফিরহাদ হাকিম বুঝুক যে, প্রেস কনফারেন্স করে কারোর নামেও অভিযোগ করাটা অনুচিত। এবার তাঁর কতোটা খারাপ লাগছে সেটা তিনি বুঝুক। পাপ কোনও দিনও বাপকেও ছাড়েনা।” ইভিএম নিউজ