ব্যুরো নিউজ, ৭ ডিসেম্বর : কলকাতার ঐতিহ্যবাহী কালীঘাট মন্দির চত্বরে যানজট ও ভিড় কমাতে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে কালীঘাট স্কাইওয়াক। নতুন বছরের শুরুতেই এই স্কাইওয়াক চালু করার পরিকল্পনা করছে কলকাতা পুরসভা। শুক্রবার এক বৈঠকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন “আশা করা যায়, আগামী এক মাসের মধ্যে কালীঘাট স্কাইওয়াক চালু হয়ে যাবে।”
শহরের বাস চলাচলে শৃঙ্খলা আনতে নতুন নির্দেশিকা
স্কাইওয়াক নির্মাণের সময় ওই এলাকা হকারমুক্ত করা হয়

বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার, পুর কমিশনার এবং হকার সংগঠনের প্রতিনিধিরা। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা এই প্রকল্প বাস্তবায়নে ইতিমধ্যে প্রায় ৮০ কোটি টাকা খরচ হয়েছে। যদিও করোনা পরিস্থিতিসহ বিভিন্ন কারণে নির্মাণে বিলম্ব হয়েছে।পুরসভা সূত্রে জানা গেছে কালীঘাট স্কাইওয়াকের নির্মাণের সময় ওই এলাকা হকারমুক্ত করা হয়েছিল। বর্তমানে ওই হকাররা হাজরা পার্কে অস্থায়ীভাবে ব্যবসা করছেন। স্কাইওয়াক চালু হলে তাদের পুনর্বাসনের জন্য নতুন মার্কেট কমপ্লেক্স তৈরি করা হবে। হকারদের পুনর্বাসন প্রক্রিয়ার জন্য এক মাসের অতিরিক্ত সময় চাওয়া হয়েছে।মেয়র জানিয়েছেন আগামী দুই মাসের মধ্যে হাজরা পার্কে থাকা সমস্ত হকারের একটি বৈধ তালিকা তৈরি হবে। এই তালিকা অনুযায়ী তাদের কালীঘাট স্কাইওয়াকের পাশে নতুন মার্কেটে স্থানান্তর করা হবে। এতে কালীঘাট মন্দির চত্বরের ভিড় এবং যানজট কমবে।
শীতে ত্বকের যত্নে টমাটোর ম্যাজিকঃ উজ্জ্বল ও তারুণ্যদীপ্ত ত্বক পেতে ব্যাবহার করুন আজ থেকেই
এই স্কাইওয়াক প্রকল্পটি কালীঘাট মন্দিরে ভক্তদের যাতায়াতকে আরও সহজ ও নিরাপদ করবে। হাঁটার জন্য সুগঠিত এই স্কাইওয়াকে থাকবে রেলিং, লিফট, এস্কেলেটর এবং ছাদ। ফলে যাত্রীরা ভিড় এড়িয়ে সহজেই মন্দিরে পৌঁছতে পারবেন।পুরসভা আশা করছে কালীঘাট স্কাইওয়াক চালু হলে শুধু শহরের পরিবহণ ব্যবস্থাই উন্নত হবে না, হকারদের পুনর্বাসনের মধ্য দিয়ে তাদের জীবিকাও সুরক্ষিত থাকবে। এই উদ্যোগ শহরবাসীর জন্য এক নতুন উপহার এবং উন্নয়নের এক নতুন দিশা দেখাবে।