ব্যুরো নিউজ, ৭ ডিসেম্বর : শহরের রাস্তায় বাস পরিষেবা আরও সুশৃঙ্খল করতে একাধিক গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার। যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্দেশিকায় বেশ কিছু কঠোর নিয়ম জারি করা হয়েছে।
সুজি আসে কোন গাছ থেকে? জানুন সুজির অজানা গল্প!
বাস স্টপেজে যাত্রী তুলতে গিয়ে চালকরা যেন অযথা সময় নষ্ট না করেন, সে কারণে নির্দেশ দেওয়া হয়েছে যে, এক মিনিটের বেশি সময় কোনও বাস দাঁড়িয়ে থাকলে জরিমানা করা হবে। যাত্রীদের অভিযোগ জানানোর জন্য প্রতিটি বাসে রাখতে হবে রেজিস্টার্ড কমপ্লেন বক্স।বাস দুর্ঘটনা রোধে গাইডলাইনে উল্লেখ করা হয়েছে, বাস চালক ও কন্ডাক্টরদের ইউনিফর্ম পরিধান করা বাধ্যতামূলক করতে চায় পরিবহণ দপ্তর। পাশাপাশি কমিশন প্রথার বিকল্প ব্যবস্থা নিয়েও বাস মালিকদের ভাবতে বলা হয়েছে।নিরাপদ বাস চলাচলের জন্য টাইম টেবিল মেনে বাস চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার ক্ষেত্রে চালক ও কন্ডাক্টরদের থানায় দ্রুত খবর দিতে হবে। চালক-কন্ডাক্টর নিয়োগের সময় তাদের অতীতের কাজের অভিজ্ঞতা ও অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।প্রতিটি বাসে রাখতে হবে লাইসেন্সের কপি এবং ফার্স্ট এড বক্স। যাত্রীদের নিরাপত্তা আরও নিশ্চিত করতে চালকদের প্রতি তিন বছর অন্তর ৭ থেকে ১৫ দিনের রিফ্রেশার কোর্স করানোর কথা বলা হয়েছে, যাতে ট্রাফিক আইন ও যাত্রীদের সঙ্গে সঠিক আচরণ শেখানো হয়।এছাড়া বাস চালকদের মোবাইলে রাজ্য সরকারের একটি নির্দিষ্ট অ্যাপ রাখতে হবে। বাস চালু করার সময় কিউআর কোড স্ক্যান করে অ্যাপের মাধ্যমে বাসের গতি ট্র্যাক করা হবে। গতি সীমা অতিক্রম করলে প্রশাসন তাৎক্ষণিকভাবে সতর্কবার্তা পাবে এবং প্রয়োজনে চালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এক মিনিটে বাথরুমের বালতি ও মগকে করে তুলুন নতুনের মতো চকচকে!
বাস-মিনিবাস সংগঠনগুলিও জানিয়েছে, এই নতুন নির্দেশিকাকে স্বাগত জানিয়ে তারা চালক ও কন্ডাক্টরদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এই উদ্যোগে শহরের রাস্তা আরও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।