ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর: তৃণমূল বিধায়ক নয়না বন্দ্য়োপাধ্যায়ের বাড়ির পুজো
বাঙালীর ঘরে ঘরে ধনদেবীর আরাধনা। লক্ষ্মী বন্দনায় ব্যস্ত ছিলেন গৃহস্থ থেকে সেলিব্রিটিরাও। তা সে রাজনৈতিক ব্যক্তিত্ব হোন বা অভিনেতা-অভিনেত্রী, সকলেই ব্যস্ত ছিলেন লক্ষ্মী বন্দনায়।
কলকাতায় পৌঁছালো পাকিস্তান ক্রিকেট টিম
প্রতি বছরের মতো এবারও নিজের বাড়িতে লক্ষ্মী পুজোর আরাধনায় সামিল হলেন তৃণমূল বিধায়ক নয়না বন্দ্য়োপাধ্যায় ও তাঁর স্বামী তৃণমূলের বর্ষীয়াণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷
পুজো চলাকালীন নয়না বন্দ্যোপাধ্যায় জানান ২৫ বছর ধরে বাড়ির লক্ষ্মী পুজো হয় তাঁদের। পুজর শুরুটা হয়েছিল খুব সাধারন ভাবেই, অন্যান্য বাড়ির মতন করেই। এরপর থেকে ধিরে ধিরে ভোগ রান্নার ব্যবস্থা করা হয়। সন্ধ্যের পর থেকে হয় ভোগ বিতরণ। উপস্থিত থাকেন তৃণমূল করমি-সমর্থকেরাও। সব মিলিয়ে এক আনন্দের বাতাবরণ তৈরি হয়। ইভিএম নিউজ