ইভিএম নিউজ ব্যুরো, ১৯ জুলাইঃ (Latest News) তুলসী গাছ। সকলেরই পরিচিত। জীবনে সুখ-দুঃখের ইঙ্গিত দেয় এই তুলসী গাছ। তুলসী গাছের কি কি লক্ষণ দেখলে আপনি বুঝবেন আপনার সময় ভালো না খারাপ? এবং কি তার প্রতিকার।

হিন্দু ধর্মে তুলসী গাছকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।  শাস্ত্র অনুযায়ী, তুলসী গাছকে পবিত্র বলেও মনে করা হয়। কথিত আছে তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস। বাড়িতে তুলসী গাছ ইতিবাচক শক্তিকে বহন করে। রবিবার ছাড়া প্রতিদিন তুলসী গাছের জল দিলে ঘরে সুখ শান্তি সহ সমৃদ্ধি বজায় থাকে। রোজ সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালালে সংসারে ভগবান বিষ্ণুর কৃপা বজায় থাকে বলে মনে করা হয়।

এই প্রসঙ্গে,বস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন, আপনার  ঘরে  গুল্ম বা সতেজ তুলসী গাছ রাখলে সংসারের সুখ, সমৃদ্ধি বাজায় থাকে।  আর যখন গৃহস্থে কোন দুর্যোগের ইঙ্গিত পাওয়া যায়, তখন তুলসী গাছ শুকিয়ে যেতে শুরু করে।এমনটা দেখলেই অবিলম্বে সেই গাছ সরিয়ে অন্য সুস্থ গাছ ঘরে লাগাতে হবে।বাড়ির পূর্ব দিকে কখনোই তুলসী গাছ লাগানো উচিত নয়।এতে অর্থনৈতিক সংকটও বাড়ে সংসারে।তাই সব সময় ঘরের উত্তর বা উত্তর-পূর্ব দিকে তুলসী গাছ বসানো উচিত।

পাশাপশি, রবিবার তুলসী গাছের জল দেওয়া উচিত নয়।এতে মা তুলসী বিষ্ণুর জন্য রবিবার নির্জলা উপবাস পালন করেন। তাই রবিবার তুলসী গাছের জল নিবেদন করলে সংসারের নেতিবাচক প্রভাব বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক সংকটের সম্মুখীন হতে হয়।তাই এই নিয়মগুলি নেমে চলুন তাতে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। (EVM News)

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর