ইভিএম নিউজ ব্যুরো, ১৪ মার্চঃ হাওড়া ডিভিশনের পর এবার খড়গপুর ডিভিশনে মোট ৫০ টি স্টেশনে লোকাল ট্রেনের কামড়ায় টিভি বসানোর সিদ্ধান্ত নিল রেল। পাশাপাশি স্টেশনে লাগানো থাকবে বড় বড় এলিডি স্ক্রিনও। ফলে যাত্রীরা গান শোনার পাশাপাশি দেখতে পাবেন সিনেমাও। ট্রেনের সময়সূচিও জানানো হবে এরই মাধ্যমে। ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, ওই ডিভিশনে বিভিন্ন লোকাল ট্রেনে সবমিলিয়ে মোট ৭৬৮ টি এলইডি টিভি এবং স্টেশনগুলিতে ৫২ ইঞ্চির মোট ৪৫৭ টি এলইডি টিভি লাগানো হবে। যার ফলে খরচ হবে প্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকা। ফলে ট্রেনের আয়ও বাড়বে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ট্রেন এবং স্টেশনগুলিতে টিভি এবং এলইডি স্ক্রিন বসানোর জন্য একটি সংস্থাকে বরাতও দিয়েছে রেল ।
রেল সূত্রের খবর, এলইডি স্ক্রিনগুলিতে দেখানো হবে ভারতীয় রেল সম্পর্কিত বিভিন্ন তথ্য। থাকবে জরুরি তথ্য, সামাজিক বার্তা সহ ট্রেন সংক্রান্ত বিভিন্ন তথ্য। ইতিমধ্যেই ওই বেসরকারি সংস্থার সঙ্গে ৫ বছরের চুক্তি করেছে ভারতীয় রেল। আর ওই সংস্থাটি এলইডি স্ক্রিনগুলির দেখাশোনা করবে বলে জানা গিয়েছে।
পাশাপাশি ওই ডিভিশনের খড়গপুর সহ সাঁতরাগাছি, দিঘা,শালিমার, মেচেদা, মেদিনীপুর, পাঁশকুড়া সহ বেশ কয়েকটি স্টেশনে বেশ বড় আয়তনের ভিডিয়ো ওয়াল তৈরির ভাবনাও রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখানো হবে টিভি এবং এলইডি স্ক্রিনগুলিতে। পাশাপাশি একটি বিনোদন সংস্থাও ইতিমধ্যেই রেলের সঙ্গে এ বিষয়ে চুক্তি করেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ট্রেন এবং এলইডি স্ক্রিনের সাহায্যে যাত্রীরা বিভিন্ন ধরনের তথ্য বিশেষ করে অনলাইন টিকিট, আইআরসিটিসি পরিষেবা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, মোবাইল অ্যাপের সাহায্যে টিকিট বুকিং প্রভৃতি বিষয় জানতে পারবেন। ফলে যাত্রীদের প্রভূত সুবিধা হবে।