ব্যুরো নিউজ, ২৫ ডিসেম্বর: কুয়াশায় নামতে পারলো না ৬ বিমান
রবিবার সকালে ঘন কুয়াশার জেরে কলকাতা বিমানবন্দরে নামতে পারলো না ৬ টি বিমান। এর মধ্যে রয়েছে ইন্ডিগোর ৪ টি বিমান। এই ৪ টির মধ্যে ৩ টি উড়ান এসেছিলো চেন্নাই, ব্যাঙ্গালুরু, ও দিল্লী থেকে। এই ৩ টি বিমানকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে। চতুর্থ বিমানটি সিঙ্গাপুর থেকে এসে আবার ফিরে যায় নাগপুরে। এছাড়া ব্যাংকক থেকে আসা স্পাইস জেটের একটি আন্তর্জাতিক বিমান কলকাতা বিমানবন্দরের কাছে এসে আবার ফিরে যায় গুয়াহাটি। এয়ার এশিয়ারও একটি বিমান নামতে না পারায় কলকাতা থেকে ভুবনেশ্বর উড়ে গিয়ে সেখানকার বিমানবন্দরের মাটি ছোঁয়।
কুয়াশায় ঢাকা শহর | বড়দিনে শীতবিহীন শহুরে আবহাওয়া
কলকাতা বিমানবন্দরের অফিসারেরা জানিয়েছেন, কুয়াশায় ৩ ফুট দূরেও ভিজিবিলিটি ছিল না। রবিবার ভোর ৫ টার পর থেকে দ্রুত কুয়াশা নামতে শুরু করে। প্রায় ঘণ্টা দেড়েক কুয়াশার চাদরে মুড়ে যায় কলকাতা বিমানবন্দর। ক্রমশ কুয়াশার চাদর সরে যাওয়ার পর সকাল সাড়ে আটটার পর থেকে বিমানগুলি কলকাতায় নামতে শুরু করে। এর ফলে বিমান ওঠানামা নিয়মিত হতে প্রায় সকাল ৯ টা বেজে যায়। কলকাতা থেকে বিভিন্ন বিমানবন্দরের উদ্দেশ্যে প্রায় ৩০ টি উড়ান দেরিতে ছাড়ে। আবার যে ৬ টি উড়ান ভুবনেশ্বর ও গুয়াহাটিতে ল্যান্ড করেছিলো সেগুলি বেলা ২ টো নাগাদ কলকাতায় ফেরে। ফলে সামগ্রিকভাবে রবিবার সকালে বিমান যাত্রীদের যথেষ্ট অসুবিধায় পড়তে হয় কুয়াশার কারনে। ইভিএম নিউজ