ব্যুরো নিউজ, ১৪ অক্টোবর: কলকাতার বিভিন্ন ঘাটে তর্পণ করতে মানুষের ভিড়
মহালয়ার দিন সকালে কলকাতার বিভিন্ন ঘাটে তর্পণ শুরু হয়েছে। কলকাতার তক্তা ঘাটেও মানুষ ভিড় জমাচ্ছেন। পূর্বপুরুষদের শান্তির উদ্দেশ্যে তাদের স্মৃতিকে স্মরণ করে তর্পণ করা হয়। এই তিথিতে পিতৃপক্ষের অবসান ঘটে মাতৃপক্ষের সূচনা হয়। তাই এই দিনটিতে তর্পণ করা হয় পরলোকগত পূর্বপুরুষের জন্য৷
বিভিন্ন ঘাট পরিদর্শনে মেয়র পারিষদ দেবাশীষ কুমার
১৪ ই অক্টোবর, অর্থাৎ আজ শনিবার পিতৃপক্ষ শেষ হল। শেষ হল আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে। এবারে অমাবস্যার দিনটি শনিবার পরায় এটিকে শনিচরি অমাবস্যাও বলা হয়। সর্ব পিতৃ অমাবস্যার দিনে, পূর্বপুরুষরা পৃথিবী থেকে পিতৃজগতে ফিরে যান। কথিত আছে, সর্ব পিতৃ অমাবস্যার দিনে, মানুষ যদি কোনও মৃত ব্যাক্তির শ্রাদ্ধ করতে ভুলে যান তবে সেই ব্যাক্তি তার নামেও তর্পণ করতে পারেন।
এছাড়াও, পূর্বপুরুষদের কিছু মন্ত্রও এই দিনে জপ করা হয়। এই প্রথা মেনে আজ মহালয়ার দিন কলকাতার বিভিন্ন ঘাটে মানুষেরা ভিড় করেছেন। ইভিএম নিউজ