মাধব দেবনাথ, ১৮ ফেব্রুয়ারিঃ আপনি কি জানেন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে আমাদের রাজ্যেই? আসুন জেনে নেওয়া যাক কোথায় রয়েছে এই শিবলিঙ্গ।

নদীয়া জেলার মাজদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকায় প্রতিষ্ঠিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। সুবিশাল জায়গা নিয়ে অবস্থিত এই মন্দির। প্রতিদিনই ভক্তের সমাগম থাকে এই মন্দিরে।তবে শিবরাত্রির দিনে নানা প্রান্ত থেকে এই শিব মন্দিরে জল ঢালতে আসেন ভক্তরা।

জানা যায়, মহারাজা কৃষ্ণচন্দ্র এই রাজেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। লোকমুখে কথিত, বর্গীদের আক্রমণ থেকে বাঁচতেই তিনি মাজদিয়া শিব নিবাসে আসেন। তখনই এই মন্দির স্থাপন করেন তিনি। তবে এই মন্দির ঘিরে রয়েছে নানা রহস্য। যা এখনও অজানা।

প্রসঙ্গত, শিবরাত্রির দিনে এই শিব মন্দিরে ভক্তের ঢল জমে যায়। এদিন এই পুজোকে ঘিরে একটি মেলাও বসে। দূর দূরান্ত থেকে পুজো দিতে ছুটে আসে বহু মানুষ।

উল্লেখ্য, করোনা সময়ে টানা দুবছর মেলা বসেনি। মন্দির প্রাঙ্গণে ছিলও নিষেধাজ্ঞা। তবে এবার করোনা প্রকোপ স্থিতিশীল হওয়ায় ফের উৎসবে মেতে উঠেছে গোটা এলাকা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর