বার

ব্যুরো নিউজ, ৪ নভেম্বর: এবার আটা প্যাকেজিং সংস্থার দফতরে ইডির হানা

কলকাতা থেকে জেলায় রেশন দুর্নীতি মামলায় আজ সকাল থেকেই তৎপর ইডি আধিকারিকরা। কলকাতার AJC বোস রোডে আটা প্যাকেজিং সংস্থার দফতরে এইবার হানা দিয়েছেন ইডির আধিকারিকেরা। সকাল ৮ টা থেকে চলছে তল্লাশি।

ইডেনে টিকিটের কালোবাজারি| সক্রিয় পুলিশ

মূলত আটা কল মালিকদের ভূমিকা কি ছিল? বাকিবুরের সঙ্গে কতটা ঘনিষ্ঠতা ছিল আটাকল মালিকদের সেইসব বিষয়ে জানতে চেয়েছেন ইডি। কলকাতার AJC বোস রোডে যে বিল্ডিং এর আটা প্যাকেজিং সংস্থার অফিসে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন সেই সংস্থার নাম- Ankit India Limited। ব্যবসায়ী অঙ্কিতের নামে খোলা এই আটা প্যাকেজিং সংস্থা।

 

শুধু কলকাতার AJC বোস রোড নয়, আরো বিভিন্ন জায়গায় তার সংস্থা রয়েছে। অফিসে ঢুকে ইডি আধিকারিকরা কাগজপত্র পর্যবেক্ষণ করেছেন। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর