ব্যুরো নিউজ, ১২ নভেম্বর: হিরানান্দানি সোসাইটিতে কাদের সম্পত্তির হদিশ? পেছনে কোন প্রভাবশালী?

মুম্বাইয়ে হিরানান্দানি সোসাইটির সঙ্গে বাংলার যোগ! সূত্র মারফৎ খবর পাওয়া যাচ্ছে, মুম্বাইয়ে হিরানান্দানি সোসাইটির পাওয়াই ও থানেতে বাংলার এক প্রভাবশালী ব্যক্তি, টালিগঞ্জের এক অভিনেত্রি, এক মহিলা সাংসদের একাধিক সম্পত্তির হদিশ মিলেছে। যেখানে তাদের একাধিক ফ্ল্যাট রয়েছে বলেও খবর।

 

ইডি-সিবিআই সূত্র মারফৎ খবর, খুব দ্রুতই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল সেই জায়গাগুলিতে হানা দিতে পারে বলে খবর। তদন্তে থাকতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৭ জনের একটি প্রতিনিধি দল।

‘আর বাঁচব না’, প্যারালাইসিসের পর ইডি হেফাজতে কেন মৃত্যুভয় জ্যোতিপ্রিয়র?

মুম্বাইয়ে হিরানান্দানি সোসাইটির পাশের এলাকাগুলিতেও একাধিক অবৈধ সম্পত্তির তদন্তে নেমে উঠে আসে নয়া তথ্য! মুম্বাইয়ে হিরানান্দানি সোসাইটিতে রয়েছে একাধিক ফ্ল্যাটের হদিশ। যেখানে বাংলার এক প্রভাবশালী ব্যক্তি, টালিগঞ্জের এক অভিনেত্রি, এক মহিলা সাংসদেরও নাম উঠে আসছে বলে সূত্র মারফৎ খবর।

তদন্তের যেই সকল বিষয় গুলি উঠে আসছে সেই বিষয়গুলি হল, পাওয়াই ও থানেতে হিরানান্দানি সোসাইটিতে কাদের কাদের সম্পত্তি রয়েছে? এই সকল সম্পত্তি কি আদৌ বৈধ? নাকি উপহার পাওয়া? যদি বৈধ হয়ে থাকে তবে তারা সেই সম্পত্তি কিনল কি ভাবে? কীভাবে এই যোগ সূত্র?

সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি দল দিল্লী পৌঁছে গিয়েছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর