পুড়ে

ব্যুরো নিউজ, ২২ ডিসেম্বর: হিংসায় পুড়ে ছাই জমির ধান!

জমিতে আগুন লাগিয়ে দেওয়ায় পুড়ে ছাই এক বিঘে জমির ধান।
বেওয়ারিশ দেহ কবর দেওয়ার চেষ্টায় উত্তপ্ত এলাকা
সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে কোনক্রমে জমির ধান কেটে জমিরই আলেই জড়ো করে রেখেছিলেন কৃষক। কিন্তু হিংসা এর বিদ্বেষের আগুন থেকে রক্ষা করতে পারলেন না সেই কষ্টের ফসল। 
রাতের অন্ধকারে কে বা কারা সেই জড়ো করে রাখা ধানের গাদায় আগুন লাগিয়ে দেওয়ায়, সমস্ত ধান পুড়ে ছাই। ঘটনাটি ঘটেছে রায়না থানার নাড়ুগ্রাম পঞ্চায়েতের গোপালপুর মৌজার গোপালপুর গ্রামে।

এই বিষয়ে জমির মালিক শ্যামসুন্দর মালিক রায়না থানায় লিখিত অভিযোগ করেছেন। পাশাপাশি তার কষ্টের ফসলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। 
পাশাপাশি যাতে ক্ষতিপূরণ পাওয়া যায় তারও আবেদন জানিয়েছেন ওই গরীব ধান চাষি। ক্ষতিগ্রস্থ জমির পরিবারের ছেলে সন্তোষ মালিক জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে ধান রক্ষা করতে পারলেও, মানুষের হিংসা, বিদ্বেষ, মূল্যবোধের অভাবের হাত থেকে রক্ষা করা গেল না। এইভাবে আগুন লাগিয়ে জমির সমস্ত ধান পুড়ে যাওয়ায় প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর