কোর্টে

ব্যুরো নিউজ, ২০ ডিসেম্বর: হাই কোর্টে তলব কাকুর রিপোর্ট

আগামী ৫ জানুয়ারির মধ্যে কলকাতা হাই কোর্টে পেশ করতে হবে নিয়োগ মামলায় ধৃত কালীঘাটের ‘কাকু’ তথা সুজয় কৃষ্ণ ভদ্রের মেডিকেল রিপোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কলকাতার এস এস কে এম হাসপাতালের সুপার তথা এম এস ভি পির কাছে নির্দেশ পাঠিয়েছে ওই রিপোর্ট জমা দেওয়ার জন্য। ৫ ই জানুয়ারি ওই মামলার পুনরায় শুনানির দিন ধার্য করা হয়েছে। লিপ্স অ্যান্ড বাউন্সের অন্যতম শীর্ষকর্তা ‘কাকু’ ধরা পড়েন চলতি বছরেই। ধরা পড়ার আগে অবশ্য নিজেকে স্মার্ট পরিচয় দিচ্ছিলেন কালীঘাটের কাকুমনি। তিনি জানিয়েছিলেন তাঁর সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কারো ফোন ধরেন না, কারো সাথে কথা বলেন না। ফলে তাঁকে কেউ ছুঁতে পারবে না। ইডি, সিবিআই তাঁকে জেরা করেই থমকে যাচ্ছে। শেষ বার যখন ইডি দফতরে যান তখন তিনি বড় মুখ করে বলেছিলেন জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে সব বলবেন। কিন্তু আর বেরনো হয়নি।

ইডির ডাক পার্থর ভজাকে

মাঝে তাঁর হার্টের বাইপাস সার্জারি হয়। কিন্তু সুজয়বাবুর কণ্ঠস্বর রেকর্ড করার বারবার চেষ্টা করেও ব্যারথ হয় ইডি। এই কণ্ঠস্বরই তাঁরা মিলিয়ে দেখতে চান মোবাইল ফোনে কাকু কার সাথে কথা বলেছেন। কিন্তু অভিযোগ এস এস কে এমের চিকিৎসকেরা নানা অছিলায় তাঁদের বাঁধার সৃষ্টি করেছে। এমনকি কয়েকদিন আগে এস এস কে এমে ইডি আসার খবর পেয়েই কাকুকে শিশু বিভাগে জরুরী চিকিৎসার বেডে পাঠিয়ে দেন। এরপর এস এস কে এমে কাকুর বেডের বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। রাখা হচ্ছে ভিজিটরদের বৃত্তান্ত। মঙ্গলবার হাই কোর্টে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, সুজয় কৃষ্ণ পুরোপুরি সুস্থ। তাঁর রিপোর্টে কারসাজি করেছে হাসপাতাল। এর আগে হাই কোর্ট নির্দেশ দিয়েছিলো ই এস আই হাসপাতালে নিয়ে গিয়ে ইডি কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে। কিন্তু ইডির আসার খবর পেয়েই সুজয় কৃষ্ণকে তড়িঘড়ি ঢুকিয়ে দেওয়া পে ডি য়া ট্রি ক বিভাগে। বিরক্ত ই ডি আদালতের দারস্ত হলে, বিচারপতি জানান, হাসপাতাল ওই রিপোর্ট জমা দিক। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর