স্ত্রীর

ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর: স্বামী-স্ত্রীর ঝগড়ার বিরল নজির! অবশেষে বিমান নামাতে বাধ্য হলেন পাইলট

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া নতুন কিছু নয়। সব পরিবারেই কমবেশি এই সকল ঘটনা ঘটেই থাকে। তবে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে বিমান নামানোর ঘটনা নেহাতই বিরল।

অবাককাণ্ড! ১০ টাকার কয়েন জমিয়ে বাইক কিনলেন লটারি বিক্রেতা

মিউনিখ থেকে ব্যাংককগামী একটি লুফৎহানসার বিমানে ঘটে এই ঘটনা। বুধবার ঝগড়াঝাটির কারণেই পাইলটকে মাঝপথে ঘোরাতে হল আস্ত বিমান। বুধবার সকাল ১০ টা ২৬ মিনিটে বিমানটি অবতরণ করে দিল্লি বিমানবন্দরে। তাঁদের নামিয়ে আবার উড়ে যায় বিমানটি। পরিস্থিতি এতটাই খারাপ দিকে যায় যে, এটিসি-কে জানাতে বাধ্য হন পাইলট।

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, স্বামী ছিলেন জার্মানির আর স্ত্রী থাইল্যান্ডের। আচমকাই তাঁদের মধ্যে বিবাদ শুরু হয়। তার জেরে বিরক্ত হন অন্যান্য সহ-যাত্রীরা। এরপরই অবতরণের অনুমতি চাওয়া হয়। সেই মতো দিল্লীতে নামে বিমানটি। আরও জানা গিয়েছে, স্ত্রী প্রথমে পাইলটের কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানান। তিনি দাবি করেন, স্বামী তাঁকে হুমকি দিচ্ছেন।

দিল্লিতে ওই দম্পতি বিমান থেকে নেমে যাওয়ার পর তাঁদের সঙ্গে কথা বলে সিআইএসএফ-এর সদস্যরা। এরপর ওই দুজনকে রেখেই উড়ে যায় বিমানটি। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর