ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর: সমুদ্রের বুকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান | আরোহীদের মৃত্যুর আশঙ্কা

জাপানের ইয়াকুশিমা দ্বীপের কাছে সমুদ্রের বুকে ভেঙে পড়ল এক মার্কিন সামরিক বিমান। এমনটাই সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে।

সুড়ঙ্গে কীভাবে আটকে পড়েছিল শ্রমিকরা?

জানা গিয়েছে, অসপ্রে বিমানটিতে আটজন আরোহী ছিল। জাপানের উপকূলরক্ষী বাহিনীর এক মুখপাত্র প্রাথমিকভাবে জানিয়েছেন, জাহাজে থাকা যাত্রীদের কেউ বেঁচে আছেন কিনা, সেই সমক্রান্ত কোনও তথ্য নেই। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তারও কোনও তথ্য নেই। তবে, আরোহীদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলেই মনে করা হচ্ছে।

স্থানীয় সময় দুপুর ২টো বেজে ৪৭ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মার্কিন সামরিক বিমানটি সাগরে ভেঙে পড়ার আগে সেটির বাঁদিকের ইঞ্জিন থেকে আগুন বের হতে দেখা যায়।

তবে, জাপানে মার্কিন বাহিনীর মুখপাত্র এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। মার্কিন বাহিনীর একটি অসপ্রে বিমান যে ইয়াকুশিমা দ্বীপের কাছে ভেঙে পড়েছে, সেই তথ্য তারা পেয়েছেন বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর