সংকল্প দে, ২৩ মেঃ ( Latest News) 

মালদা নেতাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ধোঁয়ায় ভর্তি পুরো এলাকা। পুড়ে ছাই চারটি দোকান। মৃত এক ভ্যানচালক ব্যক্তি নাম মঙ্গলু ঋষি  বয়স ৪৫। গোডাউনের ভেতর থেকে উদ্ধার  এক ব্যক্তির ঝলসানো দেহ।

মঙ্গলবার ভোরে কার্বাইড ড্রাম নামানোর সময় ঘটে বিস্ফোরণ বলে জানা গিয়েছে। আগুন ছড়িয়ে যায় বাজির গোডাউনে। এর ফলে গোডাউন লাগোয়া অন্যান্য দকান গুলতেও আগুন লেগেযায়।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। এরই সাথে  ইংরেজবাজার থানার পুলিস এবং র‍্যাফ এসে পরিস্তিতি সামলানর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর পর ঘটনাস্থলে পৌঁছান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। ঘটনাস্থলে পৌঁছান মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডুসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।

দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে দমকল কর্মীরা। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর