
Kanwar Yatra : উত্তরাখণ্ডের তেহরিতে ট্রাক উল্টে ৩ কাণওয়ার তীর্থযাত্রী নিহত, আহত ১৬
ব্যুরো নিউজ ০৪ জুলাই : উত্তরাখণ্ডের তেহরির টাচলার কাছে বুধবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন কাণওয়ার ভক্ত নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে যখন তীর্থযাত্রীরা হর্ষিল যাচ্ছিলেন একটি সম্প্রদায়ের ভোজে অংশ নিতে এবং গঙ্গার জল সংগ্রহ করতে। উল্লেখ্য, কাণওয়ার যাত্রা আনুষ্ঠানিকভাবে ১১ই জুলাই শুরু হবে। দুর্ঘটনার বিবরণ দুর্ঘটনাটি ঘটে তেহরির ফাকোটের আগে টাচলার কাছে, যখন একটি ট্রাক