সন্দেশখালীর আঁচ এবার ভূপতিনগরে ,কাশ্মীরের ধাঁচে ছোড়া হলো পাথর!
ব্যুরো নিউজ, ৫ এপ্রিল: রাজ্যে আবারো কেন্দ্রীয় এজেন্সির ওপর ঘটলো হামলার ঘটনা । ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এন আই এ এর আধিকারিকরা শনিবার সকালে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর অর্জুন নগর গ্রামে। সেখানে বলাই মাইতি ও মনব্রত জানা নামক দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পর প্রথমে বলাই মাইতিকে গাড়িতে তোলা হয় তারপর মনব্রত জানাকে গাড়িতে তোলার