ব্যুরো নিউজ, ১১ জানুয়ারি: ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর-সহ দিল্লী
ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ সংলগ্ন অঞ্চল। এছাড়া জম্মু ও কাশ্মীরেও কম্পন অনুভূত হয়। জানা গিয়েছে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। যার প্রভাব পড়ে পাকিস্তান-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে।
শুক্রতেই দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন
A Stronge Earthquake Tremors felt in Delhi ~ NCR 😥😥#Earthquakes #DelhiNCR #EarthquakesDelhi #Vamika pic.twitter.com/kfSYJ38bmd
— Abhay Raj (@AbhayRaj_017) January 11, 2024
বৃহস্পতিবার দুপুরে মাঝারি মানের কম্পন অনুভূত হয় দিল্লি-সহ সংলগ্ন অঞ্চলে। এই ভূমিকম্পের উৎসস্থল প্রতিবেশী দেশ আফগানিস্তান। সেখানে জোরাল ভূমিকম্প হয়। এর প্রভাব পড়ে পাকিস্তান-সহ উত্তর ভারতে।
ন্যাশনাল সিসমোলজি সেন্টার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টো ৫০ মিনিট নাগাদ জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুলের ২৪১ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে হিন্দুকুশ অঞ্চলে। এর প্রভাবে পাকিস্তানের লাহোর সংলগ্ন অঞ্চলেও জোরালো কম্পন অনুভূত হয়। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলা থেকে দিল্লি ও দিল্লি সংলগ্ন অঞ্চল কেঁপে ওঠে। সংবাদমাধ্যমের সাহায্য নিয়ে লেখা। ইভিএম নিউজ