মালদ্বীপের

ব্যুরো নিউজ, ৮ জানুয়ারি: ভারত ও মালদ্বীপের কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন, বাতিল বহু বিমান টিকিট ও হোটেল বুকিং 

মালদ্বীপের তিন মন্ত্রীর ভারতীয় প্রধানমন্ত্রী ও ভারত বিরোধী মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখতে পাওয়া গিয়েছে। ঘটনার জেরে মালদ্বীপে ৮,০০০ হোটেল বুকিং ও ২,৫০০টি বিমানের টিকিট বাতিল করেছেন ভারতীয় পর্যটকরা। তাঁরা বর্তমানে মালদ্বীপ ভ্রমণ এড়িয়ে থাকতে চাইছেন।
https://twitter.com/MeghUpdates?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1743943452948385887%7Ctwgr%5E2b0d4eecff3048cd6460e2529a1f3eacbed85701%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Fbangla%2Fanmnews-epaper-dh6139e2fcccda41da8c8ca6f662d16b91%2Fapamanerpratishodhbatil8000hotelbukio2500bimanertikit-newsid-n572253342

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে ভারত ও মালদ্বীপের মধ্যে বিভিন্ন ইস্যুতে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। এবার তা আরও উসকে দিয়েছেন মালদ্বীপের যুব ক্ষমতায়ন-বিষয়ক উপমন্ত্রী মারিয়াম শিউনা। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'উপহাস' করে দেওয়া তার টুইটকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দু’দেশের মধ্যেকার সম্পর্ক।

সুপ্রিম জয় বিলকিস বানোর | গুজরাট সরকারের আসামীদের মুক্তির সিদ্ধান্ত ভুল

এনডিটিভিসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নরেন্দ্র মোদি লাক্ষ্মাদ্বীপ সফর করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একটি টুইট করেন শিউনা। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর প্রতি 'অবমাননাকর ভাষা' ব্যবহার করেন তিনি।


তার ওই টুইটের পর সামাজিক মাধ্যমজুড়ে নিন্দার ঝড় ওঠে। এর জেরে ভারতীয় অনেক পর্যটক, যারা মালদ্বীপে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছিলেন শেষ মুহূর্তে তারাও ভ্রমণ বাতিল করেছেন। শুধু তাই নয়, ফেসবুকে তাদের বিমানের টিকিট ও হোটেল বুকিংয়ের স্ক্রিনশট শেয়ার করে ‘বয়কট মালদ্বীপ’ প্রচারণা শুরু করেছেন। ইভিএম নিউজ  

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর