ব্যুরো নিউজ, ২০ নভেম্বর: বিলম্ব উদ্ধারে, পৌঁছে দেওয়া হোলো খাবার

উত্তরাখণ্ডে সিলকিয়ারায় ভয়ঙ্কর ধসে আটকে পড়া ৪১ জন শ্রমিক উদ্ধারের কাজে বিলম্ব হচ্ছে ধসের কারনে। তাই নিয়ম করে আটক শ্রমিকদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে রুটি, তরকারি, ভাত, ও জল সহ সমস্ত রকমের খাবার।

কেটে গিয়েছে প্রায় ৯ মাস | এখনো বাকি বকেয়া

চওড়া একটি পাথরের পাশের গর্ত দিয়ে প্রায় ৬০ মিটার নীচে পাঠানো হচ্ছে জল, খাবার, অক্সিজেন। ইতিমধ্যে ৪২ মিটার ভেতরে পাইপ ঢোকানো হয়েছে। বাকি প্রায় ২৮ মিটারে সামান্য ধস নামায় আটকে রয়েছে সুরঙ্গ তৈরির কাজ। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে সুরঙ্গ তৈরি ও শ্রমিকদের উদ্ধারের জন্যে বিশাল বিশাল যন্ত্র।

ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ী। সেখানে দাড়িয়ে তিনি উপস্থিত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন, হিমালয় অঞ্চলে ভু স্তর বিভিন্ন ধরনের হয়। বার বার ধস নামায় নতুন করে ভাবছেন ইঞ্জিনিয়াররা। আটক শ্রমিকদের নিরাপদে রেখে উদ্ধারের উপরেই তারা এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে। ইভিএম নিউজ  

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর