সম্পত্তি

ব্যুরো নিউজ, ১৭ অক্টোবর: বিপুল সম্পত্তি একার নয়! বাংলাদেশের যোগ থাকতে পারে আশঙ্কা সুকান্তর 

রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। টানা ৩ দিন তল্লাশির পর বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি। বয়ানে অসঙ্গতি ও তদন্তে অসহযোগিতার অভিযোগও রয়েছে। বিদেশে ফ্ল্যাট, একাধিক চাল কল-সহ বিপুল সম্পত্তির হদিশ মিলেছে বাকিবুরের। এই খবর সামনে আসতেই সুর চড়িয়েছে বিরোধী শিবির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এই বিপুল সম্পত্তি বাকিবুরের একার নয়। এর পেছনে কার অনুপ্রেরণা রয়েছে, সেটা খোঁজ দরকার।" এমনটাই দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে আরপিএফ-এর উদ্যোগ
সুকান্ত মজুমদার আরও বলেন, “এইরকম আরও প্রচুর চালকল ব্যবসায়ী আছেন, যারা অন্য জায়গায় চাল পাচার করেছে। রাজ্যের খাদ্যমন্ত্রীরাও যুক্ত। পশ্চিমবঙ্গের আগের খাদ্য মন্ত্রী যিনি ছিলেন তার এলাকা থেকে ২০০টি ট্রাক ধরা পড়েছিল। চাল পাচার হওয়ার এই ঘটনার তদন্ত হওয়া উচিৎ। দুধ কা দুধ পানি কা পানি হওয়া প্রয়োজন।"


সুকান্তর দাবি, “বাকিবুরের এই বিপুল পরিমাণ সম্পত্তি তার একার নয়। স্বাভাবিকভাবে এর পেছনে কারোর না কারোর অনুপ্রেরণা রয়েছে। সে অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছে সেটাই জানা প্রয়োজন।”
এই পাচারে বাংলাদেশের যোগ থাকতে পারে বলেও আশঙ্কা সুকান্ত মজুমদারের। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর