বাজেট

ব্যুরো নিউজ, ৩১ জানুয়ারি: বাজেট পেশের আগেই সংসদে বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী

নতুন সংসদ ভবনে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। বুধবার সংসদে অধিবেশন শুরু হওয়ার আগে বিরোধীদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় শোনা গেল কটাক্ষের সুর। তিনি বিরোধী সাংসদদের উদ্দেশ্যে এদিন বলেন, যে সমস্ত সাংসদদের সংসদের গত অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছিল, তাঁরা অসংসদীয় আচরণ করেছেন, আর “যারা অসংসদীয় আচরণ করেন, তাদের কেউ মনে রাখে না”।

আমাদের নীতীশকে দরকার নেই: রাহুল

তিনি আরও বলেন, গত অধিবেশনে অনেক সাংসদই নিজের ইচ্ছা মতো আচরণ করেছেন। যে সমস্ত সাংসদের অভ্যাস রয়েছে গণতান্ত্রিক মূল্য়বোধকে আঘাত করে সংসদ বিরোধী আচরণ করার, আশা করি তারা নিজেদের মূল্যায়ন করবেন। প্রধানমন্ত্রী এদিন সংসদে জানান, নতুন সরকার তৈরি হলে বিজেপি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে।

এ দিন বাজেট অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সাংসদেরা নিজেরা ভাববেন যে সাংসদ হিসাবে তাঁদের কোন কাজ করণীয়। কিন্তু যারা সংসদে অশান্তি সৃষ্টি করেন, তাদের কেউ মনে রাখবে না। তিনি সকল সাংসদের কাছে সুযোগ হাতছাড়া না করার অনুরোধ করে বলেন, “আপনারা আপনাদের সেরাটুকু দিন”। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর