পুরনিগমের

ব্যুরো নিউজ, ১৭ ডিসেম্বর: পুরনিগমের রেকর্ড রুম সিল | CID তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উষ্মা প্রকাশ। রোষের মুখে শিলিগুড়ি পুরনিগম। পুর নিগমের রেকর্ড রুম সিল করার নির্দেশ বিচারপতির।

সংসদ হামলা প্রসঙ্গে মুখ খুললেন প্রধানমন্ত্রী! কি বললেন মোদী? 

একটি নির্মাণ নিয়ে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল শিলিগুড়ির সেবক রোডের একটি ট্রাস্টের সদস্যদের মধ্যে। সেই ঝামেলার জল গড়ায় আদালত পর্যন্ত। মামলাও হয় কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে। শুনানি চলাকালীন ভবন নির্মাণের প্ল্যান দেখতে চেয়েছিলেন বিচারপতি। ভবনের নকশা চেয়ে পাঠিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু, সেই নকশা না পাওয়াতেই ক্ষোভ বিচারপতির। তারপরই পুর নিগমের রেকর্ড রুম সিল করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। একইসঙ্গে কমিশনার-সহ পুরকর্তাদের ভূমিকা খতিয়ে দেখতে সিআইডি তদন্তের নির্দেশ দেন তিনি।

নকশা চেয়েও কেন তা পাওয়া গেল না সেই প্রশ্ন তুলেই ক্ষোভ প্রকাশ। এমনকি ক্ষোভ প্রকাশ করেছেন শিলিগুড়ি পুরনিগমের ভূমিকা নিয়েও। এর পিছনে কী রহস্য রয়েছে তা খতিয়ে দেখতেই সিআইডি তদন্তের নির্দেশ দেন। তাঁর এই নির্দেশের পর এখন দেখার শিলিগুড়ির সেবক রোডের ওই ট্রাস্টের মামলার জল কতদূর গড়ায়। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর