ব্যুরো নিউজ, ৫ অক্টোবর: পুজোর আগে মহা দুর্যোগের মুখে বাংলা

পুজোর আগে মহা দুর্যোগের মুখে বাংলা। ছত্তিশগঢ় পৌঁছে ইউটার্ন নিয়ে ফের বাংলার গায়ের কাছে যেন ঘেঁষে আসছে নিম্নচাপ। বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
মঙ্গলবার রাত থেকে একনাগাড়ে চলছে বৃষ্টি। বুধবার সারাদিন বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানায় হাওয়া অফিস। এদিন কলকাতার আকাশ সারাদিন ধরেই মেঘাচ্ছন্ন। যার জেরে যানজটের সমস্যায় পড়তে হয় মানুষকে।
মঙ্গলবার রাতে অঝোরে বৃষ্টির জেরে, বুধবার সকাল থেকেই কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তা জলমগ্ন। সমস্যায় নিত্যযাত্রীরা। জলমগ্ন পাতিপুকুর আন্ডার পাস। বন্ধ করে দেওয়া হয়েছে এক দিকের রাস্তা। হলে অফিস টাইমে যানজটে অসুবিধায় পরেছে সাধারণ মানুষ।
বৃষ্টির জেরে জলমগ্ন বেশ কিছু জায়গা। পাতিপুকুর আন্ডার পাসের লেকটাউনের দিক থেকে আরজিকর যাওয়ার রাস্তা সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়ে। বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। আন্ডার পাসের একদিকের রাস্তা দিয়ে উভয় দিকের গাড়ি চলাচল করানো হয়। এর ফলে যানজটের সৃষ্টি হয় ওই অঞ্চলে। ইভিএম নিউজ


















