সম্পত্তির

ব্যুরো নিউজ, ০৬ জানুয়ারি: দাউদের সম্পত্তির মূল্য

আগামী ৫ জানুয়ারি নিলামে উঠেছিলো দাউদ ইব্রাহিমের মহারাষ্ট্রের পৈতৃক সম্পত্তি। তার মধ্যে নতুন করে ৪ টি সম্পত্তি নিলামে ওঠে। এর আগে ২০১৭- ২০২০ এর মধ্যে অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই দেশবিরোধী সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিমের মোট ১৭ টি সম্পত্তি নিলাম করা হয়েছিলো ভারত সরকারের ‘স্মাগলার্স এন্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স অথরিটি’র তরফে।

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিজেপি বিরোধী দল শাসিত রাজ্যের ট্যাবলো

সেই নিলামে ৩০০ কোটি টাকা এসেছিলো সরকারের কাছে। এবারে নিলামে ওঠা এই সম্পত্তির মধ্যে দাউদের মহারাষ্ট্রের রত্নাগিরির খেদে মুম্বাক গ্রামের আদি পৈতৃক বাড়ি ছাড়াও ছিল গ্রামের কৃষি জমি সহ মোট ৪ টি প্লট। নিলামে ওঠা দাউদের সেই সম্পত্তির নূন্যতম মূল্য রাখা হয়েছিল ১৫,৪৪০ টাকা। শুক্রবার দাউদ ইব্রাহিমের সেই সম্পত্তি বিক্রি হলো দুই কোটি টাকায়।

এছারাও দাউদের আরও একটি কৃষি জমির ন্যূনতম মূল্য ধরা হয়েছিল ১.৫৬ লক্ষ টাকা। সেটি ৩.২৮ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। জানা গিয়েছে, সেই জমিগুলি দাউদের মা আমিনা বি- র। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর