জলঙ্গি

ব্যুরো নিউজ, ০১ জানুয়ারি: জলঙ্গি মাদ্রাসা তৃণমূলের হাতছাড়া

রবিবার মুর্শিদাবাদের জলঙ্গিতে হাই মাদ্রাসার ভোটে সব কোটি আসনেই হেরে গেলো তৃণমূল প্রার্থী। আর এর পরেই প্রশ্ন উঠেছে, যে ভোট ব্যাঙ্কের উপর ভরসা করে তৃণমূল কংগ্রেস টানা রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসীন হয়েছে ও লোকসভার সংখ্যাগরিষ্ঠ আসন তাঁরা জিতেছেন, এবার কি সেই ভোটে ভাঙ্গন ধরল? কারণ জলঙ্গির কুমারপুর নেসারুদ্দিন হাই মাদ্রাসার ৬ টি আসনেই হেরেছে তৃণমূল প্রার্থীরা। জয় পেয়েছে সিপিএম- কংগ্রেস জোটের প্রার্থীরা।

ফুরফুরা হাই মাদ্রাসার ভোটে জয়ী বাম- আইএসএফ জোট

সিপিএম- এর ছাত্র সংগঠন থেকে উঠে আসা প্রাক্তন সাংসদ মইনুল হাসান তৃণমূলে আগেই যোগ দিয়েছিলেন। তিনি সেখানকার রাজ্য সহ সভাপতি। তাঁর বাড়ির পাশেই কুমারপুরের এই মাদ্রাসাটি রয়েছে। সংশ্লিষ্ট এলাকার বিধায়ক রজ্জাক মণ্ডল তৃণমূল প্রার্থী হিসাবেই জিতেছেন। এই পরাজয়ের পর তাঁদের ফোন করলেও ফোন ধরেননি। পরে মইদুল হাসান জানিয়েছেন, মাদ্রাসার ভোটের ফলাফলের প্রভাব লোকসভায় পরবে না। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর