ব্যুরো নিউজ, ১ অক্টোবর: গ্যাস পাইপ লিক করে বিপত্তি
গ্যাস লাইনে কাজ করার সময় হঠাৎ করেই গ্যাস পাইপ লিক করে বিপত্তি। এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর আড়া শিব তলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জলঙ্গি নদীর বিলে সন্ধ্যারতীতে বেনারসের সন্ন্যাসীরা
জানা যায়, আড়া শিবতলায় সকাল থেকে আদানি গ্যাস লাইনের কাজ চলছিল, হঠাৎকরেই প্রচন্ড আওয়াজের সঙ্গে গ্যাস লিকেজ হতে থাকে। চারিদিকে ছড়িয়ে পড়ে গ্যাস। ওখানকার কর্মীরা আশেপাশের সমস্ত দোকানের আগুন বন্ধ করে দেয় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে। প্রায় দশ মিনিট ধরে গ্যাস বেরোনের পর কোনওক্রমে ভাল্ব বন্ধ করে নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় আতঙ্ক। ইভিএম নিউজ