ব্যুরো নিউজ, ১৩ জানুয়ারি: গীতার পর্যাপ্ত চাহিদার অভাব | নেপথ্যে রাম লালার প্রান প্রতিষ্ঠা
আসন্ন ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। আর সেই উদ্বোধনকে কেন্দ্র করেই বেড়েছে রামচরিতমানসের চাহিদা। দীর্ঘ ৫০ বছরে প্রথমবার উত্তরপ্রদেশের গোরখপুরের গীতা প্রেস রামচরিতমানসের স্টকের অভাবের সম্মুখীন হয়েছে।
গীতা প্রেসের কর্মীরা এর চাহিদা বৃদ্ধি দেখে উচ্ছ্বসিত। গীতা প্রেসের ব্যবস্থাপক লালমণি ত্রিপাঠী জানান, যেদিন থেকে রাম লালার প্রাণ প্রতিষ্টার তারিখ ঘোষিত হয়েছে, সেদিন থেকেই রামচরিতমানসের চাহিদা সুন্দরকাণ্ড ও হনুমান চালিসার সাথে বেড়েছে।
VIDEO | "Ever since the date of Ram Lalla's Pran Pratishtha has been announced, the demand for Ramcharitmanas, along with Sundar Kand and Hanuman Chalisa, has increased. In the previous years, we were publishing around 75,000 copies of Ramcharitmanas every month. This year, we… pic.twitter.com/w0jniGjoWl
— Press Trust of India (@PTI_News) January 12, 2024
তিনি আরও বলেন, “গত বছর প্রতি মাসে আমরা রামচরিতমানসের ৭৫,০০০ কপি প্রকাশ করছিলাম। এই বছর, আমরা ১ লক্ষ কপি প্রকাশ করেছি ও এখনও কোন স্টক অবশিষ্ট নেই”। ইভিএম নিউজ