মহাযজ্ঞে

ব্যুরো নিউজ, ১৩ জানুয়ারি: গীতার পর্যাপ্ত চাহিদার অভাব | নেপথ্যে রাম লালার প্রান প্রতিষ্ঠা 

আসন্ন ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। আর সেই উদ্বোধনকে কেন্দ্র করেই বেড়েছে রামচরিতমানসের চাহিদা। দীর্ঘ ৫০ বছরে প্রথমবার উত্তরপ্রদেশের গোরখপুরের গীতা প্রেস রামচরিতমানসের স্টকের অভাবের সম্মুখীন হয়েছে।

অযোধ্যার বিমান ভাড়া ৪ গুন

গীতা প্রেসের কর্মীরা এর চাহিদা বৃদ্ধি দেখে উচ্ছ্বসিত। গীতা প্রেসের ব্যবস্থাপক লালমণি ত্রিপাঠী জানান, যেদিন থেকে রাম লালার প্রাণ প্রতিষ্টার তারিখ ঘোষিত হয়েছে, সেদিন থেকেই রামচরিতমানসের চাহিদা সুন্দরকাণ্ড ও হনুমান চালিসার সাথে বেড়েছে।

তিনি আরও বলেন, “গত বছর প্রতি মাসে আমরা রামচরিতমানসের ৭৫,০০০ কপি প্রকাশ করছিলাম। এই বছর, আমরা ১ লক্ষ কপি প্রকাশ করেছি ও এখনও কোন স্টক অবশিষ্ট নেই”। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর