জানাচ্ছে

ব্যুরো নিউজ, ২৬ জানুয়ারি: কি জানাচ্ছে জ্ঞানবাপীর বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট?

এবারে জ্ঞানবাপী মসজিদ নিয়ে বড়সড় তথ্য দিল ভারতের প্রত্নতাত্ত্বিক সমীক্ষা। সাম্প্রতিক একটি প্রতিবেদনে তারা জানিয়েছেন, উত্তরপ্রদেশের বারাণসীতে জ্ঞানবাপী মসজিদ তৈরি হওয়ার আগে সেখানে ছিল একটি বৃহৎ হিন্দু মন্দির। 
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পদ্মে ফিরছেন নীতীশ কুমার!

হিন্দু পক্ষের প্রতিনিধিত্বকারী অ্যাডভোকেট বিষ্ণু শঙ্কর জৈন বৃহস্পতিবার সমীক্ষা প্রতিবেদনটি পড়ার সময় জানিয়েছিলেন, জ্ঞানবাপী মসজিদের নিচে হিন্দু মন্দিরের কাঠামো পাওয়া গিয়েছে। সমীক্ষাকাজে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডারের তথ্য বলছে, মসজিদটি মন্দিরের কাঠামোর উপরই তৈরি হয়েছে।  

গত ১৮ ডিসেম্বর বারাণসী জেলা আদালতে মুখবন্ধ খামে জ্ঞানবাপী মসজিদের সমীক্ষা রিপোর্ট জমা দিয়েছিল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। এএসআইয়ের ওই রিপোর্ট হিন্দু ও মুসলিম দুই পক্ষকেই দেওয়া হবে বলে জানিয়েছিল আদালত। 

বৃহস্পতিবার ওই রিপোর্ট প্রকাশ্যে আসে ও এএসআইয়ের রিপোর্ট অনুযায়ী, মসজিদের নিচে এখনও মন্দিরের ভাঙা কাঠামো রয়েছে বলে জানা গিয়েছে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর