একদিনের

ব্যুরো নিউজ, ২ জানুয়ারি: ওয়ারনার সরলেন একদিনের ক্রিকেট ও টেস্ট থেকে

বিশ্বকাপ জয়ের পর এবার টেস্ট ও একদিনের ক্রিকেট থেকে বিদায় নিলেন অস্ট্রেলীয় ক্রিকেট তারকা ডেভিড ওয়ারনার। সিডনিতে কয়েকদিন পরেই শেষ টেস্ট খেলতে নামছেন ওয়ারনার। তবে, একইসঙ্গে জানিয়ে রেখেছেন যদি ব্যটার হিসাবে ঠিক ছন্দে থাকি তবে আবারও ফিরতে পারি ক্রিকেটে। ভারতে বিশ্বকাপ  খেলার সময় তিনি এই ব্যপারে হাল্কা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। ভারতের মাটিতে শেষ বিশ্বকাপে লিগ ও নকআউটের সব খেলায় জয়ী ভারতকে ফাইনালে হারানোটা তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন ওয়ারনার। সেই কৃতিত্বকেই তিনি বড় করে ধরে রাখতে চান।

কেন্দ্রের প্রকল্প নিয়ে সুর নরম রাজ্যের

২০০৯ সালে দঃ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলেছিলেন এই বাঁ-হাতি অপেনার। ১৬১টি একদিনের ম্যাচে রান করেছেন ৬৯৩২। করেছেন ২২ টি শতরান ও ৩৩ টি অর্ধ শতরান। এখন তাঁর বয়স ৩৭। তবে শরীর কিন্তু একেবারে ফিট। তিনি বলেন IPL-এ দলকে নেতৃত্ব দেওয়াটা উপভোগ করেছি। নেতৃত্ব দিয়েছেন দিল্লী ক্যাপিটালস ও সানরাইজার হায়দরাবাদকে। এরই মধ্যে ওয়ারনারকে অবশ্য একটি অপ্রিয় প্রশ্ন করেন সাংবাদিকরা। তাঁরা জানতেচান বল বিকৃতিকাণ্ডে আপনার শাস্তি হয়েছিল সেখান থেকে কি আপনি কিছু শিখেছেন? তিনি সাফ জানিয়েদেন সেসব নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই। এই কালো দাগের জন্য তাকে নির্বাসিত করা হয়েছিল। এমনকি অধিনায়ক পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। দঃ আফ্রিকা সফরে ওই বল বিকৃতির ঘটনা তিনি ভুলতে চান। জীবনে অনেক বাঁধা আসে যা আপনাকে অতিক্রম করতে হয়, আমি আত্মসম্মানের সঙ্গে সেটা করেছি। বুধবার সিডনিতে জীবনের শেষ টেস্ট খেলে তিনি পাকদলকে ৩-০ ফল করে খেলা শেষ করতে চান। ইতিমধ্যেই দুই ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া। এই ওয়ারনার এবং তাঁর ভক্ত ও দেশবাসী চাইছেন শেষ টেস্টে শতরান করে মাথাউঁচু করে মাঠ ছাড়ুন ওয়ারনার। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর