এবার

ব্যুরো নিউজ, ৩০ ডিসেম্বর: এবার বক্সার জঙ্গলেও বাঘের দেখা 

উত্তরের জঙ্গলে বক্সায় ফের দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। বৃহস্পতিবার সেখানে রাত ৮ টা  নাগাদ পানা রেঞ্জে বনদফতরের গাছে লাগানো ক্যামেরায় ধরা পড়লো ডোরাকাটার ছবি। ২০১৭ সাল পর্যন্ত বক্সার জঙ্গলে তেমন বাঘের দেখা মেলেনি। রাজ্যের মুখ্য বনপাল(বন্যপ্রান) দেবল রায় বলেন, ২০১৮ সাল থেকে বক্সায় বাঘের উপযোগী পরিবেশ তৈরির কাজ চলছে। ছাড়া হয়েছে বাঘের খাদ্য হিসেবে অনেক হরিণ। তৃণভূমি তৈরি করা হয়েছে।

পানিহাটি উৎসবে মহিলা পুলিশের শ্লীলতাহানি

২০২১ সালে ডিসেম্বরে ধরা পড়েছিলো ট্র্যাপ ক্যামেরায় বক্সায় বাঘের উপস্থিতি। এর পরেই ট্র্যাপ ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়। বক্সার জঙ্গলে এখন বাঘের আনাগোনার প্রচুর নিদর্শন ধরা পোড়ে। ২০২২ সালে ব্যাঘ্র গণনায় ধরা পরে বক্সায় দুটি বাঘের অস্তিত্বের কথা।

নেওরাভ্যালিতে কয়েকদিন আগেই ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছিলো দক্ষিন রায়ের ছবি। বনকর্তারা জানিয়েছেন এইটা অত্যন্ত সুখবর হলেও তাঁরা আরও পাহারা বারাচ্ছেন ডোরাকাটাদের উপর নজরদারি ও নিরাপত্তার জন্য। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর