একযোগে

ব্যুরো নিউজ, ২৮ ডিসেম্বর: একযোগে শহরের ন’টি জায়গায় ইডি অভিযান

বছর শেষে ফের একযোগে ইডি অভিযান। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার ফের তল্লাশি অভিযানে ইডি। সকাল থেকে একসঙ্গে ন’টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।

জঙ্গিদের মদত দিচ্ছে মুসলিম লিগ! মুসলিম লিগকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র

বড়বাজার, ইএম বাইপাসে বেঙ্গল কেমিক্যালসের কাছে একটি আবাসনেও ইডি হানা দিয়েছে বলে জানা গিয়েছে। বড়বাজার এক চার্টার্ড একাউন্টেন্টের ৩০৩ নম্বর অফিসে ইডি পাশাপাশি বাইপাসে বেঙ্গল কেমিক্যালসে তল্লাশি চালাচ্ছে ইডি। মানিকতলার মনি কলা আবাসনে পৌঁছে গিয়েছে ইডি সেখানে দুই ব্যবসায়ী সুবোধ সাচার ও অশোক সাধুখার ফ্ল্যাটেও তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

বৃহস্পতিবার সকালেই শহরে ফের ইডির তল্লাশি। জানা যাচ্ছে, ক্যানিং স্ট্রিটের এক সংস্থার অফিসে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। ওই সংস্থার অফিস চত্বর ঘিরে ফেলেছে সিআরপিএফ জওয়ানরা। তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা হয়েছে সংস্থার মালিকেরও, এমনই দাবি সূত্রের। এদিকে, বড়বাজার, ইএম বাইপাসে বেঙ্গল কেমিক্যালসের কাছে একটি আবাসনেও ইডি হানা দিয়েছে বলে জানা গিয়েছে।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার শহরের দুই প্রান্তে ইডি তল্লাশি চলেছে। ক্যানিং স্ট্রিটের এক অফিসে ইডির আধিকারিকরা পৌঁছে যান সকালেই। জানা গিয়েছে, অফিসটি এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিস। ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের নাম রাজেশ যোশী।

শুধু ক্যানিং স্ট্রিটই নয়, কাঁকুরগাছি, মানিকতলাতেও ওই রাজেশ যোশীর অফিস রয়েছে। ইতিমধ্যে সেখানেও পৌঁছে গিয়েছে ইডির আধিকারিকরা। অফিসের সব নথি খতিয়ে দেখছেন ইডির তদন্তকারী অফিসাররা।

এদিকে, বেঙ্গল কেমিক্যালসের বাসস্টপের কাছে এক আবাসনের ১৬ ও ১৮ তলায় দু’জন ব্যবসায়ীর ফ্ল্যাটে ইডি হানা দিয়েছে। সেখানেও তল্লাশিও শুরু হয়েছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর