ব্যুরো নিউজ, ২৬ ডিসেম্বর: সিআইটিইউ- এর পিএসসি ভবন অভিযান
আজ ২৬শে ডিসেম্বর সিআইটিইউ- এর পক্ষ থেকে পিএসসি ভবন অভিযান আয়োজন করা হয়। আয়োজিত এই অভিযানে উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতা ইন্দ্রজিৎ ঘোষ সহ কর্মী সমর্থকেরা।
আজকের তাঁদের এই পাবলিক সার্ভিস কমিশন ভবন অভিযানের মূলত দাবী গুলো হলো: গত চার মাস ধরে পিএসসির চেয়ারম্যান নেই। পিএসসির আইএএস পদে সম্পন্ন চেয়ারম্যান চাই ও ক্লার্কশিপ, আইসিডিএস, ফায়ার অপারেটর, ফুড এসআই, স্কুল এসআই, এই শূন্য থাকা সিটগুলিতে নিয়োগ চাই।
আইসিডিএস সুপারভাইজারের প্রমোশনালের রেজাল্ট চাই। জুনিয়র ইঞ্জিনিয়ারিং সহ পেন্ডিং রেজাল্ট চাই। নতুন নোটিফিকেশন এর সাথে সেই সাথে ২০১৬ ও ২০১৭ এর দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিদের শাস্তি চাই। এই দাবিতেই আজকের পিএসসি ভবন অভিযান করেন সিআইটিইউ। ইভিএম নিউজ